খুলনা প্রতিনিধি:খুলনার ডুমুরিয়ায় ৫ম শ্রেণীর শিশু ধর্ষণের অভিযোগে দিব্যেন্দু ফৌজদার (৬১) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুলটি গ্রামবাসী ধর্ষককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও ভূক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়; উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কুলটী গ্রামের দিব্যেন্দু ফৌজদারের বিরুদ্ধে আপন ভাগ্নের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুর বাবা প্রায় ৭/৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। সেই থেকে তার মা পরের বাড়িতে কাজ করে জীবন সংগ্রাম চালিয়ে আসছে। যার কারণে মেয়েটির ভবিষ্যৎ ভেবে গত অগ্রহায়ণ মাসে দাদুর বাড়ি কুলটী রেখে দেয় তার পরিবার। মেয়েটি কুলটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ালেখা করে। কিন্তু দাদু দিব্যেন্দু ফৌজদারের কু-দৃষ্টি পড়ে পিতাহারা ওই শিশুর উপর। তার বিরুদ্ধে গত সপ্তাহ খানেক যাবত শিশুটি কে ধর্ষণের গুঞ্জন ওঠে।
এ বিষয়ে কুলটী গ্রামের মৃনাল কান্তি মহলদার জানায়, নাতনি ধর্ষণের অভিযোগে দিব্যেন্দু ফৌজদারকে নিয়ে গত কয়েকদিন এলাকায় বেশ গুনঞ্জন শোনা যায়। আজ গ্রামবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে থানার তদন্ত ওসি ইনপেক্টর মুক্ত রায় চৌধুরী জানান, শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক দিব্যেন্দু ফৌজদারকে আটক করা হয়েছে। শিশুর মা বাদী হয়ে হয়ে থানায় একটি মামলা করেছেন।