রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামের আবু সাইদ (৪৮) নামে একজন নিহত হয়েছে। আজ ০১ সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আবু সাইদ একই গ্রামের ওমর আলী বিশ্বাসের পুত্র।
নিহতের স্বজনরা জানান, আবু সাইদ আওয়ামীলীগ কর্মী সে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত হয়েছে। সেই সাথে আহত হয়ে অন্তত ১২ জন শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনা শুনার সঙ্গে সঙ্গে আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি।। এখন এলাকা শান্ত আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।