মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও আসাফো মাদারীপুর জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গনভোজ সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতিত্বকরেন সংগঠনের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন সাহা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আসাফো মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু।
সভায় বক্তব্য রাখেন রাজৈর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক জননেতা লিতা কুদ্দুস, মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শসি। সভা পরিচালনা করেন স্হানীয় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই মুন্সি। বিকেলে ইশিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাইস্কুলে র মাঠে আলোচনা সভা ও গনভোজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইশিবপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল।