এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি: কয়রায় শিক্ষা প্রতিষ্ঠানের লাগোয়া কীটনাশক বিক্রি করে পরিবেশের ক্ষতি করার অপরাধে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার বেলা ১১ টার দিক উপজেলার কাটমারচর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ- জামান। জানা গেছে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের ভাই ভাই ট্রেডাসের মালিক মোঃ আরশাদ আলী দির্ঘদিন ধরে কাটমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার দোকানে বিভিন্ন ধরনের কীটনাশক বিক্রি করে আসছে। বিদ্যালয় লাগোয়া দোকানে কীটনাশক বিক্রি করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। আর তার প্রভাব পড়ছে কোমলমতি শিশু শিক্ষার্থীর উপর। তারা পড়ছে স্বাস্থ্যঝুকিতে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার নিকট থেকে জরিমানা আদায় করা হয় এবং ৭ দিনের মধ্যে স্কুলের সামনে থেকে দোকান ঘর অপসারনের নির্দেশ প্রদান করেন। এছাড়া বেদকাশি দিঘের পাড় এলাকায় বসতবাড়িতে গরুর খামার তৈরি করে পরিবেশ নষ্ট করায় খামার মালিক অচিন্ত মন্ডলকে ১৫ দিনের মধ্যে তা অপসারন করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।