সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে ছেলেদের সেভিং ফোম, মেয়েদের সাম্পু ও কসমেটিকস নকল কারখানার সন্ধান মেলেছে। এ নকল কারখানায় চায়না কোম্পানীসহ বিশ্বের নামিদামি ব্রান্ড এর নকল প্রসাধনী তৈরীর কারখানা সন্ধান মিলেছে। সোমবার বিকালে পৌর এলাকার আলমদস্তার এমারত মীরের বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এ সন্ধান পাওয়া যায়।
এ সময় বিপুল পরিমান নকল প্রসাধনী উদ্ধার করা হয় ও পরে সেসবক মালামাল ধংস করা হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা কারখানার মালিক এমারত মীর ও তার স্ত্রী ফ্লোরাকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
রাজৈর উপজেলার সেনেটারী পরিদর্শক নুরুজ্জামান জানায়, এ অবৈধ কারখানায় সেভিংফোম, সাম্পু, হেড এন্ড সোলডার, সানসিল্ক, ডোভ প্যানটিনসহ বিশ্বের নামিদামি ব্রান্ডের বিপুল পরিমান প্রসাধনী উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে ও পঞ্চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।