বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ব্রিকস সম্মেলন জিনপিং ও মোদির সঙ্গে বৈঠক হতে পারে শেখ হাসিনার

Reporter Name
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৬:১১ অপরাহ্ন

অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 
চীনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‌‌‘ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভবনা আছে। এ বিষয়ে সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ 
বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার বিষয়টি লাভজনক হবে জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে অর্থনৈতিকসহ বিভিন্ন খাতে দেশ লাভবান হবে।’ 
এ সময় আনন্দবাজারের রিপোর্ট এবং বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত নিজের ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, তবে সেটা ভালোর জন্যই বলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host