রোহিঙ্গাদের সহায়তায় টাকা ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভন। মিয়ানমারের জঙ্গলে নিয়ে বন্দি করে আদায় করা হতো মুক্তিপণ। প্রতারকদের ফাঁদে পা দিয়ে নির্যাতনে প্রাণও গেছে একজনের। বাংলাদেশে অভিযান চালিয়ে সম্প্রতি দালাল চক্রের তিনজনকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।গ্রেফতার ব্যক্তিরা হলেন: আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা মো. ইসমাইল (৪৫), ইসমাইলের সহযোগী মো. জসিম (৩৫) ও মো. এলাহী (৫০)। খন্দকার আল মঈন বলেন, চলতি বছরের ১৯ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার ২২ জন যুবক মানবপাচার চক্রের মাধ্যমে টেকনাফ থেকে নৌপথে মালয়েশিয়া যাচ্ছিলেন। এ সময় মিয়ানমারের কোস্টগার্ডের হাতে ১৯ জন আটক হন। পালিয়ে যান তিনজন। পালিয়ে যাওয়া তিনজনের একজন জহিরুলকে আটকে রাখা হয় মিয়ানমারে। করা হয় নির্মম নির্যাতন। এ ঘটনায় গত ১৫ এপ্রিল আবুল কালাম আজাদ নামে একজন বাদী হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।