সুজন হোসেন রিফাত,রাজৈর প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, আইনশৃঙ্খলা অবনতি যদি কেউ করার চেষ্টা করে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও খুব সতর্ক আছি, শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে আওয়ামী লীগের সকল সদস্যকে সতর্ক রাখা হয়েছে। (১৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলের পিতার কবর জিয়ারত ও পরিবার সদস্যদের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করার শেষে এ কথা বলেন তিনি
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গী, নাশকতা যাই করুক না কেন,তা কঠোর হস্তে দমন করা হবে এবং সেটাকে আমরা জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন মাঠে আছি, তেমনি আইন-শৃঙ্খলা বাহিনী তারাও কঠোর ব্যবস্থা নেবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন শাহা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আফম ফুয়াদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।