খুলনা প্রতিনিধি: দূরারােগ্যে ক্যান্সারো আক্রান্ত হয়ে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান(৬২) আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট ঢাকায় চিকিৎসাধীন অবস্হায় মত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মরহুমের পারিবারিক ওদলীয় সুত্র জানান, লিভারের সমস্যা জটিল আকার ধারণ করায় গত ১৩ জুলাই উন্নত চিকিৎসার জন্যে তিনি ভারতের ভেলােরে যান। সেখানে কিছু দিন চিকিৎসা গ্রহনের করেন।এরপর সেখান থেকে দেশে ফিরিয়ে এসে গত ২ আগষ্ট থেকে বঙ্গবন্ধু মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট তিনি মৃত্যুর কােলে ঢুলে পড়েন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র-সহ অসংখ্যা আপনজন-গুনগ্রাহি রেখে গেছেন।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগর রাজনীতিতে তিনিএকজন ত্যাগী নেতা হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। সব সময় দলের নেতা-কর্মীদের প্রতি নিবেদিত প্রাণ তথা কর্মী বান্ধব নেতা শেখ নাজিবুর রহমানের অবদান অবিস্মরনীয়। তার আকষ্মিক মত্যুতে গভীর শােক ও শােক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হােসন জােয়াদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।