মাদারীপুর থেকে কাওসারআলমমিঠু: দক্ষিণআফ্রিকায় গুলিতে মোঃ সেলিমমাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর পৌরসভাধীন মজুমদার কান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, সেলিম মাতুব্বর প্রায় ২০ বছরআগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। মাঝে মাঝে দেশে আসলেও সেখানে স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন। গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবিকরে। চাঁদা না পেয়ে রাতের কোন এক সময় তাকে নিজ দোকানের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা এবং সেখানেই তার মৃত্যু ঘটে। এ খবর রবিবার রাতে তার নিজবাড়ী রাজৈর উপজেলার মজুমদারকান্দিতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ জাবের তার বাবার লাশ দেশে আনার জন্য সরকারী সহযোগিতা কামনাকরেছেন।