মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ! স্মরণকালে এমন বাঁধভাঙা জনস্রোত কখনো দেখেনি রংপুরের মানুষ। কয়েক কিলোমিটার এলাকা যেন মানুষের মহাসমুদ্র! যে সমুদ্রের শুরু থাকলেও যেন শেষ ছিল না। লাখ লাখ মানুষের ¯্রােতে পুরো রংপুর শহরই যেন পরিণত হয়েছিল বিশাল জনসমুদ্রে। স্মরণকালের বৃহৎ এই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানালেন টানা তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উত্তরবঙ্গে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারও শুরু করলেন তিনি।
রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশে নৌকায় ভোট চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুর বিভাগের ৮ টি জেলার উন্নয়নে ধারা অব্যাহত রাখার জন্য জনগণের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে বলেন বিএনপি দেশকে ধ্বংসের পথে নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, তৃণমূল ও সর্বসাধারণ সহ সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, সাবেক প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, সহ রংপুর বিভাগের ৮টি জেলা এবং উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সহ স্থানীয় সংসদ সদস্যগণ সমাবেশে উপস্থিত ছিলেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সঠিক সময়ে হবে তাই দলকে সুসংগঠিত করতে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশ রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে । সমাবেশের বিভিন্ন উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়ন ও ভিত্তি স্থাপন করেন রংপুর বাসী কে উপহার দিলেন ২৭টি উন্নয়ন প্রকল্প এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।উন্নয়ন প্রকল্প গুলো হচ্ছে ,১। শেখ রাসেল মিডিয়া সেন্টার, ২। শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম৩। শেখ রাসেল সুইমিংপুল৪। রংপুর পালিচড়া স্টেডিয়াম৫। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স৬।রংপুর সিটি সেন্ট্রাল বাস টার্মিনাল
৭। রংপুর সিটি অ্যাসফল্ট প্ল্যান্ট ও স্টোর ইয়ার্ড।৮। নলেয়া নদীর ১৯ দশমিক ১৪ কিলোমিটার পুনরায় খনন ৯। আলাইকুমারী নদীর ১৯ দশমিক ২৪ কিলোমিটার পুনরায় খনন১০। নৈমুল্লা বিলের ১৪ দশমিক ৫৭ একর পুনরায় খনন ১১। চিকলী বিলের ১৯ দশমিক ৬৩ একর পুনরায় খনন ১২।ভারারদহ ও পাটোয়া কামরী বিলের ২২ দশমিক ৮৯ একর পুনরায় খনন১৩। পীরগাছা উপজেলা চৌধুরানী থেকে শঠিবাড়ী আরঅ্যান্ডএইচ পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ১৪। পীরগাছা উপজেলা ভেন্ডাবাড়ী থেকে খালাশপীর পর্যন্ত রাস্তার সংস্কারকাজ
১৫। কাউনিয়া উপজেলা টেপামধুপুর থেকে রাস্তার পুনর্বাসন কাজ১৬। মিঠাপুকুর উপজেলার গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর ওপর ৯৬ মিটার সেতু নির্মাণ১৭। গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট-কাকিনা আরঅ্যান্ডএইচ সড়কে ৪০ মিটার সেতু নির্মাণ ১৮। কাউনিয়া উপজেলার পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণকাজ১৯। রংপুর মেডিক্যাল কলেজ বহুমুখী ভবন২০।মিঠাপুকুর উপজেলায় হেলেঞ্চা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র২১।রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়২২।পীরগঞ্জে মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ২৩।পীরগঞ্জের ১৪ নম্বর চতরা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র২৪। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট বেগম রোকেয়া আধুনিক হাসপাতাল
২৫। পীরগঞ্জের খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র২৬।পীরগঞ্জ উপজেলার ২৫৪০ মিটার নদীর তীর সংরক্ষণ ২৭। রংপুর কারখানা ও সংস্থা পরিদর্শন অফিস ভবন,
পাঁচটি প্রকল্প ভিত্তিস্থাপন করেন প্রকল্পগুলো হচ্ছে ,১। ৪১৭ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর ১০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়৩। রংপুর জেলার বিট্যাক সেন্টার৪। রংপুর মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেল ৫। বিএমডিএ’র আঞ্চলিক কার্যালয়।