অলোক রায় স্টাফ রিপোর্টার : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে, সোমবার বিকালে কেক কেটে দলের ৭৪-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দলীয় কার্যালয় এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে মহম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রওশন মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এর শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ। পরে রওশন মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুর-২। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. ওহিদুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এ্যাডঃ তরিকুল ইসলাম তারা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন রব্বানী , উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মোছাঃ বেবী নাজনীন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর আলম সাগর,
বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিকদার মিজানুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মো. কোরবান আলী উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক শারমিন আক্তার রুপালী প্রমূখ। আনন্দঘন পরিবেশে কেক কেটে আওয়ামী লীগের ৭৪-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে,সন্ধ্যায় দলীয় কার্যালয় এর সামনে থেকে আনন্দ র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।