জুনের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। ফলে, জুনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা গত মে’তে ১.৬৯ বিলিয়ন ডলার এবং এপ্রিলে ১.৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
গত ১ জুন-২৩ জুন পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সর্বোচ্চ ২৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক ১১৫ মিলিয়ন ডলার লেনদেন করে দ্বিতীয় এবং বেসরকারি প্রিমিয়ার ব্যাংক ১১৪ মিলিয়ন ডলার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে।