খুলনা প্রতিনিধি।। খুলনা পাইকগাছার দেলুটী ইউনিয়নে অনুপ মণ্ডল (২৮) নামে এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
অনুপ মণ্ডল উপজেলার দেলুটি ইউনিয়নে ফুলবাড়ী গ্রামের অনুকূল মণ্ডলের ছোট ছেলে।
রোববার (২৫ জুন) রাতে বাড়ি ফিরেনি অনুপ মণ্ডল।
অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহটি উদ্ধার করে।