সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: নোবেল পুরষ্কার বিজয়ী বাংলাদেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় দেশব্যাপী ২০ কোটি গাছের চারা রোপনের পরিকল্পনা নিয়ে মাসিক ২৫ লাখ গাছের চারা রোপনের অংশ হিসেবে মাদারীপুরের রাজৈরে গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে রাজৈর এরিয়ার ১০টি শাখা ( বদরপাশা. গোহালা, খালিয়া. জলিরপাড়,বাহাদুরপুর, কদমবাড়ি, ইশিবপুর, দিগনগর,কেন্দুয়া ও হোসেনপুরে) এক লাখ বিশ হাজার গাছের চারা রোপনের কর্মসুচি গ্রহণ করছে।
এই ধারাবাহিকতায় রাজৈরের বদরপাশা শাখায় (২০ জুন) মঙ্গলবার সকাল দশটায় সদস্যদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করেন মাদারীপুর যোনের জোনাল ম্যানেজার মো আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর যোনের অডিট অফিসার মো নাজমুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো এমদাদুল হক বদরপাশা রাজৈর শাখার ব্যবস্থাপক মো জহিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের সভাপতি সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইন, সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন হোসেন রিফাতসহ অনেকেই।