পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কে নওপাড়া ইউনিয়নের আড়কান্দি ব্রিজের পাশে কারারক্ষী সিয়াম মন্ডল (২৭), পিতা -সিদ্দিক মন্ডল, সাং- কাটাখালী, মন্ডলপাড়া, ইউনিয়ন -কোড়কদি, থানা- মধুখালী, জেলা-ফরিদপুর অজ্ঞাতনামা মিনিবাস চাপায় নিহত হন।
জানা যায়, নিহত সিয়াম মন্ডলের ব্যবহৃত মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকা’র কেরানীগঞ্জ কারাগার হতে ছুটিতে নিজ বাড়ি যাওয়ার পথিমধ্যে মধুখালী থানাধীন আড়কান্দি ব্রিজ সংলগ্ন সালাম মৃধার বাড়ির সামনে ঢাকা-মাগুরা মহাসড়কের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আগত ফরিদপুর আন্ত:জেলা অজ্ঞাতনামা একটা লোকাল বাস ভিকটিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহত সিয়াম মন্ডল ঢাকা কেরানীগন্জ কারাগারের কারারক্ষী পদে চাকরি করতেন।
সংবাদ পেয়ে মধুখালী থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।