অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুরে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়।২০২২-২৩ অর্থ বছরে খরিপ ১/২০২৩ -২৪ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সোবাহান এর সঞ্চালনায়, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মমিনুল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা আইসিটি অফিসার মোঃ রফিকুল ইসলাম, এ্যামেলী জামান সেতু তথ্য আপা সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার মোট-৮ ইউনিয়নের মহম্মদপুর ও বিনোদপুর ইউনিয়নে ৩৫০ জন, অন্যান্য ইউনিয়নে ৩ শত জন করে কৃষকদের মাঝে মোট ২৫ শত জন জনকে মাথা পিছু আমন ধানের বীজ,৫ কেজি সার ডি.এ.পি- ১০ কেজি এম.ও. পি. ১০ কেজি করে বিতরণ করা হয়।