ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে হিরো আলম প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে যাচ্ছেন ১৩ জুন। আশরাফুল হোসেন ওরফে হিরো আলম গতকাল জানান, বগুড়া-৪ আসনে উপনির্বাচনে তাকে নানা কৌশলে পরাজিত করা হয়েছে। তিনি আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন মানুষের ভালোবাসার প্রমাণ দিতে। হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করতে তিনি মাসহ আত্মীয়স্বজনের দোয়া নিয়েছেন। এবার ভালো ফল হবে। ফরম সংগ্রহ করা হয়েছে।
নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাগজ জমা দেওয়া হবে ১৩ জুন। দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই নির্বাচনে বগুড়া-৪ আসনে ভোট পড়ে ৭৮ হাজার ৫২৪। এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে জয়ী হন ১৪-দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল)। আশরাফুল হোসেন (একতারা) পান ১৯ হাজার ৫৭১ ভোট। এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান।