রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: একজন মা-ই সন্তানের নিরাপদ আশ্রয়স্থল। মায়ের কোল সন্তানের জন্য সবচেয়ে নির্ভয়ের স্থান। কিন্তু আজ ঘটে গেল তার ব্যতিক্রম। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনি ইউনিয়নের শেখপাড়া গ্রামে মিম (২৫) নামে এক মা তার চার বছরের সন্তান মেহেদি কে বিষপান করিয়ে হত্যা করেছে। আজ (৩০ মে) মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

মেহেদির দাদি জানান, আমি মেহেদিকে স্কুল থেকে বাড়ি দিয়ে গেছি। কোন সমস্যা ছিলনা ওদের। এমন ঘটনা কেন ঘটলো বুঝতে পারিছিনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, মেহেদির মা বিস্কুটের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়। বিষের যন্ত্রণায় ছেলেটি ছটফট করছে সে সময় একটি কাপড়ের একপাশে ছেলেকে ঝুলিয়ে অন্য পাশে মিম ঝুলে গলায় ফাঁস নেয়ার চেষ্টা করে। এসময় লোকজন এসে বাঁধন খুলে মেহেদিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। মিম এখন সুস্থ্য আছে।
শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমি ঘটনা শুনেছি, ঘটনাটি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।