রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে তৈরি করতে হবে : খুবি উপাচার্য

পি কে অলোক
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ন

পি কে অলোক,ফকিরহাট:  খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, সময়ের পরিবর্তন এবং সভ্যতার বিকাশের সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। এখন সবকিছুই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এজন্য আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে তৈরি করতে হবে। আর এর সূচনা করতে হবে প্রাথমিক শিক্ষা স্তর থেকেই। তাহলে দেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থাও বিশ্বমানে উন্নীত হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ‘সময়ের চাহিদা ও শিক্ষা সংস্কারে অব্যাহত প্রচেষ্টা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে রাখতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম আইন বিষয়ে পাঠদান শুরু হয়। আজ সময়ের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এবং ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে এসেছে। আমরা চাই বা না চাই পরিবর্তন আসবেই। এই পরিবর্তনের সাথে টিকে থাকতে হলে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, আমাদের দেশে নতুন যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এটি বিশ্বমানের। এর সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। এমনকি ৫ম শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। এজন্য প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে হবে। যাতে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে বিশ্বের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তিনি আরও বলেন, আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষের প্রয়োজন। এই সোনার মানুষ তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমাদের সবাইকে-২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোদ্ধা হতে হবে।
ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন-এর সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষানুরাগী স্বপন দাশ।
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। উন্মুক্ত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, বিথি রানী সরকার, প্রল্লাদ চন্দ্র দেবনাথ, ফারহানা হোসেন, মুন্সি শাহরিয়ার হাসান, নাজমুল হুদা, ইকরাম শেখ, সরদার হাফিজুর রহমান, মোহম্মদ আলী, মাঃ আঃ মান্নান, প্রভাষক কামরুন্নাহার শিউলী, অঞ্জন কুমার দে, সন্তোষ কুমার দাশ, মোঃ সাইদুল আলম কামাল, মাওঃ মিজানুর রহমান, একাডেমিক সুপাভাইজার আসাদুজ্জামান, চেয়ারম্যান হীটলার গোলদার ও মোড়ল জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক স্কুল এবং মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host