রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে  গৃহবধুকে   হত্যার অভিযোগ 

সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন

সুজন হোসেন রিফাত  মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের  রাজৈরে  পারিবারিক কলহের জেরে গৃহবধুকে  হত্যা করে লাশ ঘরের  আড়ার সাথে ঝুলিয় রাখার অভিযাগ উঠেছে স্বামী সুজন বাইনের (৩৫) বিরুদ্ধে
(১১ এপ্রিল)  মঙ্গলবার গভীর রাতে  উপজেলার খালিয়ার  সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত বধু  মিতা মন্ডল (২১) একই উপজেলার হাসানপুর গ্রামের শংকর চন্দ্র  মন্ডলের মেয়ে। গৃহবধূর   ৩ বছরের  সুদর্সন  নামের  একটি পুত্র সন্তান  রয়েছে।
 নিহত গহবধূ মিতা মন্ডলের  স্বামী সুজন বাইনের  দাবি, তাকে  হত্যা করা হয়নি, সে আতহত্যা করেছে । পুলিশ বুধবার সকাল লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছে।
পুলিশ,  স্থানীয়  ও পারিবারিক সূত্রে জানায়, মাদারীপুরর রাজৈর উপজলার হাসানপুর গ্রামের শংকর চদ্র মন্ডলের মেয়ের সাথে একই উপজেলার সেনদিয়া গ্রামের সুরেশ বাইনের ছেলে সুজন বাইনের ৫ বছর পূর্বে বিয়ে হয় । বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্য বিভিন বিষয় নিয়ে কলহ চলে আসছিল।
 মঙ্গলবার গভীর রাতে এই কলহের জের ধরে স্বামী সুজন বাইন তার স্ত্রী মিতা মন্ডলকে হত্যা করে দোতালা ঘরের আড়ার সাথে ঝুলিয় রাখে বলে অভিযোগ।
নিহত গৃহবধূর পিতা শংকর চন্দ্র  মন্ডল জানায়, বিয়ের পরে তাদের একটি ছেলে সন্তান  (সুর্দসন ) হয় । ছেলে  সুর্দসন  জম্মের পর তার চোখের নেত্রনালী বন্ধ থাকায় চিকিৎসার জন্য মাঝে মধ্যো ইন্ডিয়া যেতে  হতো । ইন্ডিয়া যাওয়া আসার খরচ ও পারিবারিক বিভিন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে  কলহ চলে  আসছিল । এরই জেরে  আমার মেয়েকে  হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয় রেখে  আতহত্যা করেছে বলে প্রচার করছে
নিহত মিতা মন্ডলের ৩ বছরের ছেলে সুর্দসন  বলেন, আমার বাবা দোকান থেকে এসে আমার মাকে  গলা টিপে হত্যা করেছে।
তবে অভিযুক্ত নিহতের স্বামী সুজন বাইনের  দাবি, তাকে  আমি হত্যা করিনি, সে আতহত্যা করেছে  । আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিছে  ।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  সঞ্জয় কুমার ঘোষ  জানান, বুধবার সকালে  লাশ উদ্ধার করে  ময়না তদন্ত জন্যে  মর্গে  প্রেরন করা হয়ছে।  রিপোর্ট হাতে পেলে  মৃত্যুর রহস্য জানা যাবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host