বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজৈরে সংঘর্ষ আহত ২০

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫:৫০ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের রাজৈরে  জমিজমার   বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
এদের মধ্যে আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে (৫ এপ্রিল)   বুধবার সকালে রাজৈর  উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে।
স্থানীয়রা জানায়,  উপজেলার  চৌয়ারীবাড়ী গ্রামের হরেন্দ্রনাথ কীর্তনিয়ার ছেলে হরষিৎ কীর্তনিয়ার সাথে জমিজমা নিয়ে একই গ্রামের কুটিশ্বর মন্ডলের ছেলে পরিমল মন্ডল ও ভভো  মন্ডলদের বিরোধ চলে আসছিল। এরি জেরে  পরিমন্ডল মন্ডলের ভাই কানাই মন্ডলের দোকান ভাংচুর করে নতুন ঘর তোলাকে কেন্দ্র করে হরষিৎ কীর্তনিয়া ও ভভো মন্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এখবর ছড়িয়ে পরলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাবাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতরা হলো  শংকর বালা (৫০), জগদীশ বালা (৫৫), স্বপ্ন কীর্তনিয়া (১৪),হরষিৎ কীর্তনিয়া (৩৭), পরিমল মন্ডল (৪৫), পার্বতী মন্ডল (৫০), জোছনা মন্ডল (৫০), মুকুল মন্ডল (৩০), দুলালী কীর্তনীয়া (৩০) ও সবিতা মন্ডল (৩৫) এরা সবাই  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্য আহতরা  বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে গুরুতর   হওয়ায় শংকর বালা ও জগদীশ বালাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার  করা হয়েছ।

মারামারি  সংবাদ  পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে,  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক  রয়েছে।

এ ব্যাপারে ভূক্তভোগী কানাই মন্ডলের স্ত্রী পার্বতী মন্ডল জানান, সকালে আমি দোকানে ছিলাম,  হঠাৎ করে হরষিৎ  লোকজন নিয়ে এসে হামলা ও লুটপাট চালায়, ঠেকাতে গেলে আমিসহ ১০ জন আহত হই।
তবে পাল্টা অভিযোগে হরষিৎ কীর্তনিয়া জানান, আমি কানাইয়ের দোকানের পাশে আমার নিজের দোকানে শুয়ে ছিলাম,  সকালে কানাইয়ের ভাই ভভোসহ লোকজন এসে আমার উপর অতর্কিতে হামলা চালায়।

রাজৈর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host