মাদারীপুর থেকে কাওসার আলম (মিঠু) ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়। সভায় সভাপত্বি করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা সংবাদ সদস্যের স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম মো: ফুয়াদ, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান পারুল, মুক্তিযোদ্ধা চলাকালীন কমান্ডার বীবমুক্তিযোদ্ধা মীর আব্দুল কাইয়ূম, ইউপি চেয়ারম্যান ফোরামের আহবায়ক মো: শাজাহান মোল্ল, সহ স্থানীয় উপজেলা যুবগীগের আহবায়ক রেদওয়ানুল হক (রিজন) পৌর আ’লীগের সেক্রেটারী শেখ সভার আহবায়ক সাগর কলেজ শিক্ষক নেতা প্রফেসর কাওসার আলম (মিঠু), ও নিত্যামন্দ হালদার প্রমুখ, সভা পরিচালনা করেন পি আইও এস এইচ এম মাহবুব।