সুজন হোসেন রিফাত ,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরের শংকরদী এলাকা থেকে মো গাউস খন্দকার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।
রাজৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ৫ মার্চ রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মো গাউস খন্দকারের শংকরদী গ্রামের কুমার নদীর পাড়ে নির্জন নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে শংকরদী গ্রামের বুজুর্গ খন্দকারের ছেলে।