মাদারীপুর থেকে কাওসার আলম (মিঠু) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্বস্বরমঙ্গল স্থায়ী বাসিন্দা মানবাধিকার নেতা মাহবুব মাতুব্বর নিজ বাসা থেকে বের হতে না পারার কারনে পথ/রাস্তা নির্মাানের দাবীতে সংবাদ সমাবেশ সম্পন্ন হয়। উক্ত সংবাদ সমাবেসে সমস্যায় জর্জরিত মাহবুব মাবুব্বর ও তার স্ত্রী,কন্যা, ও পত্রবধু কান্নাজড়িত কন্ঠে বলেন, বিগত ৩০ বছর যাবৎ আমরা আমাদের বাসা থেকে বের হতে পারি না। এছাড়া আমার ভাইস্তা মোস্তাক ও তার পিতা মরহুম মজিবুর মাতুব্বর জোর পূর্বক আমাদের নিজস্ব জায়গা জোরপূর্বক ও বেআইনি ভাবে ওয়াল নির্মান করার ফলে আমরা ঘর থেকে বের হতে পারছিনা এবং আমার কন্যা ও নাতনী স্কুল কলেজে যেতে পারে না। অন্যদিকে রাজৈর ইউনিয়ন ও এসি ল্যান্ড কে এ ঘটনা জানালে তারা উক্ত পথ বা নির্মানের জন্য পৌরমেয়র ও কাউন্সিলরদের বরাদ্দ থেকে এলজিইডি মাধ্যমে রাস্তা বা পথ নির্মানের নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার মাহবুব মাতুব্বর পৌরমেয়র, মহিলা কাউন্সিলর উক্ত পথ বা রাস্তা নির্মানের জন্য বাধা প্রদানকারী মোস্তাককে নোটিশ প্রদান করেন। মহিলা কাউন্সিলর রাবেয়া সবুর বলেন। উক্ত পথ বা রাস্তার জন্য ১০০ মিটার লম্বা ও ৬ ফুট চওড়া রাস্তা নির্মানের বরাদ্দ করেন।