বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারি) ইউক্রেনের এ দাবিকে জেলেনস্কি সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর।
ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর দেয়া আধুনিক অস্ত্রের চালানকে ‘বাড়াবাড়ি নয়’ বলেও উল্লেখ করেন বাউয়ার।
গত বুধবার (২৫ জানুয়ারি) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, মস্কো ন্যাটোভুক্ত দেশের কোনো ভূখণ্ডে হামলার পরিকল্পনা করেছে, ওয়াশিংটন এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পায়নি।
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ১২টি দেশ নিয়ে সামরিক জোট ন্যাটোর যাত্রা শুরু। দেশগুলো প্রতিশ্রুতি দেয়, কোনো সদস্যদেশ আক্রান্ত হলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ওয়ারস প্যাক্টভুক্ত কয়েকটি দেশ ন্যাটো জোটে যোগ দেয়। বর্তমানে ন্যাটোর সদস্যসংখ্যা ৩০। ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্য হতে গত বছরই আবেদন করে। তবে দেশ দুটি এখনো সদস্যপদ পায়নি।