রাজধানী মস্কোর উঁচু ভবনের ছাদে মিসাইল ডিফেন্স সিস্টেম স্থাপন করেছে রাশিয়া। সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কয়েকটি ভবনের ছবি ভাইরাল হয়েছে। ফলে গুঞ্জন উঠেছে, রাশিয়া হয়ত বড় কোনো আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও এ নিয়ে এখনও নিশ্চুপ রয়েছে দেশটি। এ খবর দিয়েছে আল-জাজিরা।খবরে বলা হয়, মস্কোর মধ্যস্থলে থাকা একটি উঁচু ভবনের ছাদে পান্তসির-এস১ এন্টি-এয়ারক্রাফট সিস্টেম স্থাপন করেছে রাশিয়া। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটি ক্রেমলিন থেকে দুই কিলোমিটার পূর্বে অবস্থিত। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাদেও একটি পান্তসির দেখা গেছে। এটি মস্কো নদীর তীরে গোর্কি পার্ক এলাকায় অবস্থিত। ফলে প্রশ্ন উঠেছে, রাশিয়া কি বড় কোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে?
এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এগুলো রাশিয়ার নিরাপত্তা বৃদ্ধির জন্য স্থাপন করা হয়েছে।তবে এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রশ্ন করলেই ভাল হয় বলে জানান তিনি। তবে বার্তা সংস্থা এএফপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাৎক্ষনিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
পান্তসির-এস১ মূলত এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা বিমান ও ক্রুজ মিসাইল ধ্বংসে ব্যবহৃত হয়। রাশিয়ার আরেকটি গণমাধ্যম দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিনের বাসভবনের ১০ কিলোমিটার দূরেও একটি পান্তসির মোতায়েন করা হয়েছে। আরেক রিপোর্টে বলা হয়েছে, রাজধানী মস্কোতে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। তবে হঠাৎ রাশিয়া এমন পদক্ষেপ কেনো নিচ্ছে তা নিয়ে নানা রকম থিওরি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ মনে করছেন, রুশ গোয়েন্দারা নিশ্চই মস্কোতে হামলার কোনো তথ্য পেয়েছেন। আবার কেউ আশঙ্কা করছে, রাশিয়া হয়ত নিজেই ইউক্রেনে বড় মাত্রার আক্রমণ চালাতে যাচ্ছে, যার প্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই অগ্রিম প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে।
টুইটারে নিরাপত্তা বিশ্লেষক মাইকেল হোরোউইটজ বলেন, রাশিয়া হয়ত ইউক্রেনের হামলার আশঙ্কা করছে। হয়ত কোনো ক্যু এর ভয়ও পাচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ফলে ভবিষ্যতে তারা মস্কোতেও হামলা চালানোর সাহস করতে পারে এমন আশঙ্কা রয়েছে।