বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দনেতস্কের গুরুত্বপূর্ণ শহর সোলেদার এখন রাশিয়ার দখলে: বৃটেন

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন

দনেতস্ক অঞ্চলের সোলেদার শহরের ৮০ ভাগ এলাকা রাশিয়ার দখলে নিয়েছে বলে জানিয়েছে বৃটেন। এই শহর দখলে গত কয়েক মাস ধরেই যুদ্ধ চলছিল। তবে শেষ পর্যন্ত ইউক্রেনীয় ডিফেন্স লাইন ভাঙতে সক্ষম হয়েছে ওয়াগনার যোদ্ধারা। রাশিয়ার পক্ষে ভাড়াটে সেনাদের বিশেষ গ্রুপ ওয়াগনার দনেতস্কে যুদ্ধ করছে। বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত চারদিনে ওয়াগনারের যোদ্ধারা সোলেদারের মধ্যে এগিয়ে চলছিল। বিবিসি জানিয়েছে, দনেতস্ক অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ শহর আর্তেমোভস্ক (বাখমুত) থেকে একেবারে কাছেই অবস্থিত সোলেদার। এই শহরেই সম্প্রতি দুই বৃটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা রাশিয়ার হাতে আটক হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সোলেদার শহর এখন জনমানবশূন্য এবং পুরোপুরি বিধ্বস্ত। সোলেদার দখল করতে গিয়ে রাশিয়া প্রচুর সেনা হারিয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে বিবিসির খবরে বলা হয়েছে, এই শহর দখলের ফলে বাখমুত দখলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে মস্কো।সোলেদার মূলত এখানকার লবনের খনির জন্য পরিচিত। তবে এই শহর দখলের মধ্য দিয়ে যুদ্ধে কৌশলগত দিকে এগিয়ে গেলো রাশিয়া।

মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে জানান, ওয়াগনার গ্রুপ মূলত সোলেদারের বিশাল লবন ও জিপসামের খনিগুলো দখলে নিতে চায়। এখন বাখমুত দখলে মস্কো বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেছে বলে আশঙ্কা ইউক্রেনীয় মিত্রদের। যদিও বাখমুতে ইউক্রেনীয় ডিফেন্স লাইন এখনও বেশ শক্ত। সেখানেও প্রবেশের চেষ্টা করছে ওয়াগনার যোদ্ধারা। বাখমুতকে তিন দিক থেকে ঘিরে ফেললেও শহরের মধ্যে ঢুকতে পারছে না তারা।

ইউক্রেনের অন্য অঞ্চলগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী যুদ্ধ করলেও বাখমুত, সোলেদরের মতো কয়েকটি শহর দখলের দায়িত্ব দেয়া হয়েছে ওয়াগনারকে। এই ভাড়াটে যোদ্ধাদের কোম্পানিটির হেডকোয়ার্টার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। যুদ্ধে রাশিয়ার সফলতার পেছনে এই গ্রুপটির ভূমিকা প্রচুর। ওয়াগনারের প্রধান ইভজেনি ভিক্টোরোভিচ প্রিগোজিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ জানিয়েছে, প্রিগোজিন বুঝাতে চাইছেন যে, ইউক্রেনের মধ্যে ‘সত্যিকারের অর্জন’ নিশ্চিতে অন্য রুশ বাহিনীগুলোর থেকে ওয়াগনার তুলনামূলক এগিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host