বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যহত থাকার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত এই আশাবাদ ব্যক্ত করেন।
পরে রাষ্ট্রদূত শেষে বাংলায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। বক্তব্যের একটি অংশ বাংলায় দেওয়ার সময় সুধী সমাবেশস্থলে ব্যাপক করতালি পড়ে।
উল্লেখ্য, মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালের ১৮ ডিসেম্বর, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণ কাজ ২৬ জুন, ২০১৬ সালে শুরু হয়। বুধবার এ লাইনের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হয়েছে।