সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আজ স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন

Reporter Name
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করবেন। ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণকাজ ২০১৬ সালের ২৬ জুন শুরু হয়। আজ এ লাইনের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তে প্রবেশ করবে বাংলাদেশ।

২০১২ সালের ১৮ ডিসেম্বর মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয়, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। তিনিই আজ মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করবেন। আর তিনিই প্রথম টিকিট সংগ্রহ করে হবেন প্রথম যাত্রী।

প্রাথমিক পর্যায়ে শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত জনসাধারণের জন্য স্বপ্নের এই বাহনের দ্বার খুলবে। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে, যাতে যাত্রীরা ১০ মিনিটেই এই পৌনে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

বেলা ১১টায় রাজধানী উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামোর উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এ মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে সকাল ১১টা ১৫ মিনিটে ভাষণ দেবেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেবেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী উত্তরা উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ রঙের পতাকা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করবেন। এরপর তার জন্য সংরক্ষিত আসনে চড়বেন।

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ বা বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন ঢাকা মহানগরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন। এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধনের মাধ্যমে মহানগরবাসীর সেই স্বপ্ন পূরণ হলো। মেট্রোরেল উদ্বোধনের এ মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তার বাণীতে মেট্রোরেলের উদ্বোধনকে বর্তমান আওয়ামী লীগ সরকারের আরেকটি সাফল্য হিসেবে অভিহিত করেছেন।

রাষ্ট্রপতি বলেন, মেট্রোরেল চালুর মাধ্যমে ঢাকা মহানগরী তথা দেশের যোগাযোগ ও আর্থসামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসা-বাণিজ্যে, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রেও এর সুফল পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host