ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ দুই কর্মকর্তা আহত হয়েছেন। আহত ওই দুই কর্মকর্তা হলেন রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ও রুশপন্থী দোনেৎস্ক পিপল’স রিপাবলিকের সরকার প্রধান ভিটালি খোতসেঙ্কো।
বুধবার (২১ ডিসেম্বর) দোনেৎস্ক শহরে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণকালে তারা আহত হন।
রয়টার্স জানায়, বুধবার ইউক্রেনের গোলাবর্ষণে আহত হন রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। মস্কোর নিজেদের বলে দাবি করা ইউক্রেনের অধিকৃত দুটি অঞ্চলে তিনি সামরিক পরামর্শ দিচ্ছিলেন বলে তার একজন সহযোগী তাস নিউজ এজেন্সিকে বলেছেন।
এছাড়া ইউক্রেনীয় হামলায় স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের সরকার প্রধান ভিটালি খোতসেঙ্কো আহত হয়েছেন। তার এক প্রেস সচিব রুশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দোনেৎস্কের উপকণ্ঠে একটি হোটেলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ওই দুই ব্যক্তি আহত হন।
দিমিত্রি রোগোজিন ২০১৮ সাল থেকে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ছিলেন। চলতি বছরের জুলাই মাসে তাকে বদলি করা হয়। প্রতিরক্ষা শিল্পে ভূমিকার জন্য সংস্থাটি নিষেধাজ্ঞার শিকার হওয়ার পর থেকে তিনি বেশ দ্বন্দ্বমূলক অবস্থান নিয়েছিলেন। এর আগে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেন দিমিত্রি রোগোজিন।
এদিকে জাপোরিঝিয়া অঞ্চলে বিভিন্ন স্থান টার্গেট করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া দোনেৎস্ক অঞ্চলের বাখমুত ও আভদিভকা শহরের পূর্বদিকের লড়াইয়ে আরও কিছুটা এগিয়েছে তারা। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতের এ ভাষণে যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় ইউক্রেনের বর্তমান পরিস্থিতির কথাও অকপটে জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘ইউক্রেন ভেঙে পড়েনি, এখনও টিকে আছে। আমরা রাশিয়াকে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত করেছি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিকে অর্থসহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয়, বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ।’