সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী নিয়ে সংঘর্ষে পুলিশ সহ আহত ২০ 

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৪:৫১ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ  লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ অন্তত ২০  জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ৪ ঘটিকায়  আদিতমারী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় এবং  গ্রামীণ ব্যাংক সংলগ্ন মমিনের গ্যারেজ এলাকা এ ঘটনা ঘটে। ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ  ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন।পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ সূত্রে জানা যায়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নৈরাজ্যের প্রতিবাদে দুই গ্রুপে পৃথক পৃথক  আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। শনিবার বিকেল ৪ ঘটিকায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সমাজকল্যাণ মন্ত্রীর  এপিএস মিজানুর রহমান নব্য ঘোষিত আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগ মহিলা দলের সভানেত্রী নারগিস পারভীন এর নেতৃত্বে সরকারী আদিতমারী জি এস স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে আদিতমারী মহাসড়ক বুড়ীর বাজার হয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মোড় গ্রামীণ ব্যাংক সংলগ্ন মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে পদ পদবী বঞ্চিত তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এক পর্যায়ে অপর পক্ষের লোকজন লাঠিসোঁটা রামদা, চাইনিজ কুড়াল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫ পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। দলীয় কার্যালয়ে অবস্থান নেয় নেতৃত্বে ছিলেন পদবঞ্চিত নেতা আদিতমারী উপজেলা কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী সংঘর্ষের পরে  সরকারী আদিতমারী জি এস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট  মতিয়ার রহমান, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী  সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। সাধারণ সম্পাদক রফিকুল আলম অভিযোগ করে বলেন কমলাবাড়ী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণন কান্ত রায় বিধুর এর  নেতৃত্বে তাঁদের অনুসারীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে ইট-পাথর ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এতে কর্মসূচিতে অংশগ্রহণ করা অনেক নেতা-কর্মী আহত হয়েছে।অভিযোগের বিষয়ে মাহমুদ ওমর চিশতী  বলেন আমরা পদ বঞ্চিত নেতৃবৃন্দ আওয়ামীলীগের রাজনীতি করি  জন্মগতভাবে । আমার বাবা কে বিএনপি নেতা কর্মীরা হত্যা করেছে । হত্যা বিষয়টি জানতে পেরে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাসায় এসে আমার পিতার কবর জিয়ারত করে গেছেন ।  আমার বাবা বিএনপি শাসনামলে খুন হয়েছে অথচ আমাদের পদ পদবী হতে বঞ্চিত করে বিএনপির চলমান নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী সহ এলাকার লোকজন প্রতিবাদ করেছে, ওরা পুলিশ দিয়ে আমাদের আটকাতে চায়েছিল। নব্য ঘোষিত কমিটিতে বিএনপির  অনুপ্রবেশকারীদের গুরুত্বপূর্ণ পদ হতে বাদ দেওয়ার জন্য স্লোগান দেয় তৃণমূল নেতৃবৃন্দ । তাই তৃণমূল নেতৃবৃন্দ রাজপথে এই প্রতিবাদ করেন। আদিতমারী  উপজেলা আওয়ামী লীগের পদ বঞ্চিত নেতৃবৃন্দ কয়েক দিন ধরেই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে আসছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম এই প্রতিনিধি কে বলেন আওয়ামীলীগের চলমান দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে , পরিস্থিতি নিয়ন্ত্রে  আনতে লাঠিচার্জ ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। বর্তমান  পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host