চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভার নুনাছড়া ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী মো. ইউছুফ (৩২)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবলীগ নেতা সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামের মো. মদিন উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইউছুফ তার কয়েকজন সহপাঠীদেরকে নিয়ে রোববার রাত ৮টায় বটতল পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় একটি হোটেলে অবস্থান করছিলেন। খাওয়া-দাওয়া শেষে এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে ইউসুফকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, খুনের রহস্য তারা বের করতে তদন্ত শুরু করেছেন। খুব শিগগির রহস্য উদঘাটন হবে।