সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কৃষকের স্বার্থে সারের দাম বাড়বে না-ঝিনাইদহে কৃষিমন্ত্রী

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৬:১৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ বিশ্ব বাজারে তেলের দাম এমন ভাবে বেড়েছে যে জ্বালানী তেলের দাম কমানোর সুযোগ নেই, তবে কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়টি বিবেচনা করে শুধু কৃষকের স্বার্থে সারের দাম আর বাড়াবে না সরকার। মঙ্গলবার (১৫নভেম্বর) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মথুরা গ্রামে স্বর্ণা জাতের নমুনা ধান কর্তন পরিদর্শন কালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৩০ টাকার সার সরকার শুধু ২২ টাকায় দিচ্ছে। কোন মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় সে জন্যে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।
এছাড়াও মন্ত্রী বলেন, পেয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পুর্ণ, তারপরেও সংকট মোকাবেলায় পেয়াজ উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ দেশের ৭০ শতাংশ মানুষ এখনো কৃষির সঙ্গে জড়িত। এখন থেকে কৃষির আয় বাড়াতে হবে। যাতে তাঁদের জীবন মান আরও উন্নত করতে পারেন। সে লক্ষ্যে সরকার কাজ করছে, সারের ওপর ভর্তুকি দিচ্ছে। কৃষির বিভিন্ন খাতে সরকারের সহযোগিতার কারণে সব ধরনের সবজির উৎপাদন তুলনামূলক বেড়েছে।


এসময় সংসদ সদস্য মো. শফিকুল আজম খাঁন চঞ্চল, জেলা প্রশাসক মনিরা বেগম, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়েজ উদ্দিন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, পৌরমেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host