সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বুয়েটছাত্র পরশ হত্যার চাঞ্চল্যকর তথ্য

Reporter Name
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫:৪৬ অপরাহ্ন

চনপাড়ার অপরাধী গ্যাংয়ের হাতেই খুন হয়েছে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ। আর এ খুনের নেতৃত্বে ছিল চিহ্নিত মাদক কারবারি রায়হান গ্রুপ। পুলিশের ওপর হামলাসহ তার বিরুদ্ধে মামলা রয়েছে দশটির বেশি। পরশ হত্যার ছায়া তদন্তকারী সংস্থা র‍্যাব বলছে, হত্যার মোটিভ জানার চেষ্টা করছে তারা।

গত ৪ নভেম্বর রাত পৌনে দুইটা থেকে আড়াইটার মধ্যে পরশকে হত্যার ঘটনা ঘটে। সে সময়ে এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি ও মরদেহ সরিয়ে নিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার দেখা গেছে।

রাত ১টা ২৮ মিনিটে ৬ যুবক চনপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের গলি থেকে বেরিয়ে চনপাড়া-রূপগঞ্জ মূল সড়কে উঠে হাতের বাঁয়ে মোড় নিয়ে ১ নম্বর ওয়ার্ডের দিকে চলে যান। ১টা ৫১ মিনিটে তারা আবার ৬ নম্বর ওয়ার্ডের দিকে ফিরে আসেন। রাত ২টা ২৩ মিনিটে চার যুবক বালু ব্রিজ এলাকা থেকে ৬ নম্বর ওয়ার্ডে আসেন। এর পর ২০ মিনিটে একাধিক যুবক ঘটনাস্থলের দিকে যান।

রাত ২টা ৪৪ মিনিটে দুই যুবক গলির মুখে এসে পায়চারি করতে থাকেন। ২টা ৫২ মিনিটে বালু ব্রিজ এলাকা থেকে দ্রুতগতির একটি সাদা রঙের টয়োটা এক্সিও গাড়ি এসে ৬ নম্বরের দিকে যায়। একই সঙ্গে গলির মুখে পাহারা দেয়া দুই যুবক গলি থেকে বেরিয়ে যান।

এর ঠিক ১১ মিনিট পর দ্রুত গতিতে সাদা প্রাইভেটকারটি ৬ নম্বর ওয়ার্ড থেকে বেরিয়ে যেদিক থেকে এসেছিল ঠিক সেদিকেই অর্থাৎ বালু ব্রিজের দিকে চলে যায়। গাড়িটি ৬ নম্বর ওয়ার্ডের গলি অতিক্রমের সময় দুইজন গাড়ির দুই পাশ দিয়ে হেঁটে গাড়িটিকে গলি পার করে দেন।

র‍্যাব জানিয়েছে, রায়হান গ্রুপের হাতেই খুন হয়েছে বুয়েট শিক্ষার্থী পরশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরশ হত্যার মূল রহস্য উদঘাটন করতে না পারলেও পরশ হত্যায় কারা জড়িত তা আমরা কিছুটা শনাক্ত করেছি। তার হত্যায় রায়হান গ্রুপের সম্পৃক্ততা রয়েছে বলে আমরা সন্দেহ করছি। রায়হানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সে চনপাড়ায় মাদকের সঙ্গে জড়িত।

আল মঈন বলেন, এখনও বলার মতো কোনো অবস্থানে আমরা নেই। পরশের বেড়ে ওঠা চনপাড়া থেকে বেশি দূরে না। এটা পর্যালোচনা করা হচ্ছে। হত্যাকাণ্ড চনপাড়াতেই হয়েছে, এটা নিশ্চিত। যাদের নাম আসছে সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সংস্থা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের চনপাড়ায় বুয়েটছাত্র পরশের কিলিং মিশনে অংশ নেয় ১০-১২ জন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সোর্স ভেবেই তাকে খুন করা হয়। হত্যায় জড়িতরা সবাই চিহ্নিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host