চলতি মাসের শেষের দিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর এক সেমিনারের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। এই সফরে রাশিয়ার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরার সুযোগ হবে।’
বৈঠকে রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের সমাধানে মস্কোর আরও সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র সচিব।