সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশন উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী 

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৮:০৭ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম (মিঠু)ঃ: মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকের হাট বন্দরে হোসেন পুর ইউনিয়নের তাতীকান্দায় টেকেরহাট পোর্ট কাম নদী ফায়ার স্টেশন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এম পি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী  মাদারীপুর ২ আসনের এম পি  শাহ জাহান খান। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল জনাব মাইন উদ্দিন মহাপরিচালক, ফায়ার সার্ভিস অধিদপ্তর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল হক, রাজৈর থানা ওসি মোঃ আলমগীর হোসেন, রাজৈর উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল করিম শাহীন চৌধুরী, হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আরও অনেকে। এই অনুষ্ঠনটি শুরু হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে। আর অনুষ্ঠানে যোগদান করে মাদারীপুর জেলার আওয়ামী লীগের সভাপতি জনাব শাহাবুদ্দিন মোল্লা, ডিফেন্স কর্মকর্তা বৃন্দ, মেয়র নাজমা রশীদ সহ শত শত নেতা কর্মী গন।
প্রেস বিজ্ঞপ্তি:
টেকেরহাট ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। ৯ নভেম্বর বিকেল ৪-৩০ ঘটিকায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন। এ সময় মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মোঃ শাজাহান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাঈন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন), ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক, স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেল ৪-৩০টার কিছু সময় পরে টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনে এসে পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি-কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। এরপর মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক স্যালুটিং ডায়াসে আরোহণ করলে একদল চৌকস অগ্নিসেনা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
অভিবাদন গ্রহণের পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর বেলুন উড়িয়ে উদ্বোধন অনুষ্ঠানকে বর্ণিল করেন মাননীয় প্রধান অতিথি।
এ সময় জাতির পিতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং  দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় প্রধান অতিথি বলেন, “কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী রাজৈর ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন, আজ আপনাদের টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করা হলো। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের ঘোষণা বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।” উন্নতি ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়ার অনুরোধ জানান।
খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host