লালমনিরহাটের মহিষতুলী সীমান্ত সংলগ্ন ভারতের ১০০ গজ অভ্যন্তরে কৈমারী এলাকায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ধবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৯২১ সংলগ্ন জিরো পয়েন্টে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সীমান্ত হত্যাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বস্ত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (৯ নভেম্বর) ভোরে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৯২১ এর সাব পিলার ৬ এর কাছে ভারতীয় অংশের ১০০ গজ অভ্যন্তরে কৈমারী এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারি সন্দেহে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওয়াজকুরুনী (৩২) ও আয়নাল হক (৩০) নামের দুই বাংলাদেশি ঘটনাস্থলেই মারা যায়।
নিহত ওয়াজকুরুনী আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের বাসিন্দা এবং মৃত সানোয়ার হোসেনের ছেলে। অপরজন একই ইউনিয়নের ঝাড়ির ঝাড় এলাকার সাদেক আলীর ছেলে আয়নাল হক। গরু পার করতে গিয়ে দুই বাংলাদেশি নিহতের ঘটনা লালমনিরহাট বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় ১৫ বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের প্রস্তাব দিলে দুপুর ১২টা ২০ মিনিটে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৯২১ সংলগ্ন জিরো পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের মোগলহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল হক ও ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার থানেছ হার ভোরহা অংশ নেন।