ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল থানা বিএনপির সভাপতি হারুণ অর রশিদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ বেলা ১২টার দিকে রাজধানীর শান্তিনগরের ইস্টার্নপ্লাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুরনো মামলায় মতিঝিলের সাবেক এই কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে ডিবি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু সংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।