মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাতে ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের সঙ্গে ‘গোপনে যোগাযোগ’ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
প্রতিবেদনে আরও বলা হয়, জ্যাক সুলিভান বৃহত্তর যুদ্ধ বা পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানোর আশায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি সহায়ক ইউরি উশাকভ ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিকোল পাত্রুশেভের সঙ্গে যোগাযোগ রাখছেন।
ওই প্রতিবেদন নিয়ে সোমবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই প্রতিবেদন সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’ ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের উৎসাহ দেয়ার যে দাবি করা হয়েছে সে বিষয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানান পেসকভ। তিনি বলেন, ‘এই প্রতিবেদন সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’
সাংবাদিকদের হোয়াইট হাউস বা ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে পেসকভ বলেন, আমি আবারও বলছি যে কিছু সত্য প্রতিবেদনে রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন প্রতিবেদন অনুমান নির্ভর।
মার্কিন কর্মকর্তারা জানান, রাশিয়ার সঙ্গে যোগাযোগের মাধ্যম উন্মুক্ত রাখার ওপর জোর দিয়েছেন সুলিভান।এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে গত সপ্তাহে কিয়েভ সফর করেন তিনি। এদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার কোনো ‘অবকাশ’ দেখছেন না তিনি।