সামরিক সহযোগিতা নিয়ে প্রায়ই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। তবে এমনই এক ফোনালাপের সময় জেলেনস্কির প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন বাইডেন। মার্কিন গণমাধ্যম এনবিসির এক রিপোর্টে এই দাবি করা হয়েছে।
এতে বলা হয়েছে, গত জুন মাসে এক ফোনালাপের সময় জেলেনস্কি বাইডেনের থেকে আরও সাহায্য চান। তখনই নিজের বিরক্তি প্রকাশ করে বসেন জো বাইডেন। বাইডেন গলা চড়িয়ে জেলেনস্কিকে বলেন, আপনার উচিৎ আরও একটু কৃতজ্ঞতা দেখানো। চারটি সূত্রের বরাত দিয়ে এনিবিসি জানিয়েছে, ওইদিন ফোনালাপ চলাকালীন বাইডেন জেলেনস্কিকে এক বিলিয়ন ডলার সহায়তার কথা জানান। কিন্তু জেলেনস্কি সঙ্গে সঙ্গে তার আরও কি কি লাগবে তার লিস্ট দিতে শুরু করে বাইডেনের কাছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছে, আপনার উচিৎ আরও কৃতজ্ঞ হওয়া।
বাইডেনের বিরক্তি মেটাতে সেদিন জেলেনস্কি এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এতে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে। আমি তার সমর্থনের জন্য কৃতজ্ঞ। প্রতিরক্ষার জন্য এই সাহায্য আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সূত্রগুলো জানিয়েছে, দুই নেতার মধ্যে এখন সম্পর্ক স্বাভাবিক আছে। এ নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্রের কাছে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জেলেনস্কির মুখপাত্রও কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিকে সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন করে ২৭৫ মিলিয়ন ডলারের প্যাকেজের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই প্যাকেজ ঘোষণার দুই দিন পরই এই রিপোর্ট প্রকাশ্যে এল। এখনও পর্যন্ত কিয়েভকে ১৮.২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য করেছে ওয়াশিংটন। আরও এক দফা প্যাকেজের জন্য কংগ্রেসের শরণাপন্ন হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে, কংগ্রেস এবং সেনেটের কিছু রিবাপলিকান এবং ডেমোক্র্যাটরাই এর বিরোধিতা করছেন।