নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হাজার বছরের ঐতিহ্য সাংস্কৃতিকে ধরে রাখতে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর রাজশাহী জেলার কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত শিল্পীদের সমর্থনে মো. ওয়াজেদ আলী খাঁনকে আহবায়ক এবং মো. সাদ্দাম হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নওহাটা মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) রাজশাহী মহানগরীর সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামার উল্লাহ সরকার, কেন্দ্রীয় পরিষদ সদস্য সোনিয়া পাল ওলি, মহানগর কমিটির সাধারণ সম্পাদক তেহজীব মুর্শেদ, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক, ডাংগের হাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি, সাংস্কৃতিক কর্মী একরামুল হক, মজিবর রহমান, কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আরতি শিক্ষক নুর-ই হাফিজা খানম, বাঁচারআশা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সভাপতি মোস্তফা সরকার বিজলী, বেতার শিল্পী আহসান হাবীব, জাকির হোসেন, জনি হোসেনসহ প্রমুখ।