সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রধানমন্ত্রীকে দিলীপ বড়ুয়া, লুটেরাদের কঠোর হস্তে দমন করুন

Reporter Name
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বাজারে সিন্ডিকেট ও লুটপাটের কারণে ক্ষুব্ধ ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রাজধানীতে নিজ দলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ ক্ষোভ প্রকাশ করেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এবং ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত লি জিমিংকে সামনে রেখে দেয়া বক্তব্যে তিনি বলেন, ১৪ দলে আছি বলে আমরা আমাদের রাজনীতিকে বিসর্জন দিতে পারি না। আমরা যেকোনো মূল্যে আমাদের রাজনীতিকে সমুন্নত রাখবো।

সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও লুটেরা ধনিক শ্রেণি তথা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দুর্বৃত্তায়নের হাত থেকে দেশবাসীকে রক্ষার উন্মুক্ত আহ্বান জানিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আপনি লুটপাটকারীদের কঠোর হস্তে দমন করুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হোন। তা না হলে তারা আপনার সব অর্জন গিলে খাবে।

প্রধানমন্ত্রীকে আজীবন ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে মার্কসবাদ, লেলিনবাদ এবং মাও সেতুংয়ের চিন্তাধারায় পরিচালিত সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, আমার বিবেচনায় শেখ হাসিনার মতো নেতা এ দেশে খুব কমই জন্মেছেন। উনার সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব আছে কিন্তু এটা অস্বীকারের জো নেই যে, দেশ ও জনগণকে ভালোবাসার বিচারে উনার মতো নেতা বিরল। আমরা চাই, উনি আজীবন ক্ষমতায় থাকুন। জনগণের জন্য কাজ করুন। জাতীয় সার্বভৌমত্বকে সুরক্ষা করুন।

উনি বিদেশিদের কাছে মাথা নত না করুন, এটাই আমরা চাই। 

দিলীপ বড়ুয়া বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুটেরা ধনিক শ্রেণির বিরুদ্ধে সংগ্রাম করুক। গরিব- দুঃখী ও মেহনতি মানুষের জন্য কাজ করুক। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যেকোনো যড়যন্ত্র মোকাবিলায় তিনি এবং তার দল প্রস্তুত রয়েছে জানিয়ে দিলীপ বড়ুয়া বলেন, আমরা জানি প্রধানমন্ত্রীকে কতোটা আন্তর্জাতিক প্রেসারের মধ্যদিয়ে যেতে হচ্ছে। কিন্তু এটা বিশ্বাস করি, জনগণই ক্ষমতার নিয়ামক শক্তি। জনগণকে যদি আমরা পাশে রাখতে পারি, অবশ্যই জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারবো।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শেয়ার করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দিলীপ বড়ুয়া আরও বলেন, আশা করি, আপনি আপনার বন্ধু এবং শত্রু চিহ্নিত করতে পারবেন। আমরা যারা বিপদের সময় আপনার পাশে ছিলাম, আপনার হাতকে শক্তিশালী করেছিলাম, আপনার জন্য হরতাল করেছিলাম, ২৩ দফার ভিত্তিতে আপনার সঙ্গে ঐক্য গড়েছিলাম, আমাদের সঙ্গে এমন কিছু যেন না হয় যাতে আমাদের দূরে ঠেলে দেয়া হয়! আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা এবং বিএনপিকে প্রতিহত করা কেন জরুরি? তার ব্যাখ্যাও দেন দিলীপ বড়ুয়া। বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি এবং বাঙালি জাতীয়তাবাদের ধারকরা মুক্তভাবে কথা বলতে পারছে। কিন্তু আজ যদি বিএনপি ক্ষমতায় ফিরে তাহলে অবশ্যই সেটি বন্ধ হয়ে যাবে। কারণ বিএনপি দক্ষিণপন্থিদের দ্বারা চরমভাবে প্রভাবিত।

বিএনপি’র নেতারা মুখে যত মধুর কথাই বলুক না কেন তাদের বগলে ‘ইট’ রয়েছে দাবি করে মহাজোট সরকারের সাবেক ওই মন্ত্রী বলেন, আশা করি জনগণ তাদের কথায় বিভ্রান্ত হবে না। ভয়াল ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় সমাবেশ। এতে প্রত্যাশার চেয়েও বেশি নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি দিলীপ বড়ুয়াসহ আয়োজক কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত লি জিমিং। অনুষ্ঠানে জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপের সেক্রেটারি ইসমাঈল হোসেন, গণআজাদি লীগের এস কে শিকদার, সাম্যবাদী দলের পুলিট ব্যুরোর সদস্য লুৎফুর রহমান, ধীরেন সিংহ এবং সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন-আমু: সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে দেয়া বক্তব্যে আমির হোসেন আমু বলেন, আমরা আওয়ামী লীগ করি, কিন্তু আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। চীন সফর করার মধ্যদিয়ে তিনি সেখানকার সমাজতন্ত্রে দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি এ দেশেও তা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জানিয়ে আওয়ামী লীগের ওই নেতা বিশিষ্ট কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংকে উদ্ধৃত করে বলেন, বঙ্গবন্ধু কোনো দিন পাকিস্তানে বিশ্বাস করতেন না। তিনি কমরেড মনি সিংকে বলেছিলেন- দাদা আপনারা এ দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা আমাকে সাহায্য করুন, আমি দেশটা স্বাধীন করি, আমি এখানে সমাজতন্ত্র দেবো। আমির হোসেন আমু বলেন, এটা যে বঙ্গবন্ধুর কথার কথা ছিল না, তার প্রমাণ স্বাধীন দেশের সংবিধান।

সাম্যবাদী দলের সম্মেলনে চীনের রাষ্ট্রদূত যা বললেন- এদিকে সাম্যবাদী দলকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি-এমএল) আখ্যা দিয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ১৯৭৬ সালে সিপিবি-এমএল প্রতিষ্ঠার পর থেকে এটি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। কারণ দু’টি দলই মার্কসবাদ-লেনিনবাদ এবং মাও সেতুংয়ের চিন্তাধারায় পরিচালিত। এটি দু’দলের মধ্যে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং ঘনিষ্ঠতার পথকে প্রশস্ত করেছে। আমি বিশ্বাস করি, দল দু’টির সৌহার্দ্যপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক চীন ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও অবদান রাখবে।

রাষ্ট্রদূত বলেন, আমরা ক্রমাগত পারস্পরিক বোঝাপড়াকে গভীরতর করছি। উভয় পক্ষের চ্যালেঞ্জগুলো সমাধানে মার্কসবাদ- লেনিনবাদকে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, মার্কসবাদী রাজনৈতিক দলগুলোর কঠিন অন্বেষণ এবং সমন্বিত প্রচেষ্টা আমাদের ক্রমবর্ধমান ও নতুন প্রাণশক্তি যোগাবে। রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্ধৃত করে বলেন, তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে সিপিসি মার্কসবাদ অনুসরণ করে চীনা জনগণকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে এবং কীভাবে সিপিসি বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠছে এবং ভবিষ্যতে বিশ্বে শান্তি ও উন্নয়ন নিশ্চিতে সফল হবে।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বশান্তি বজায় রাখা এবং অভিন্ন উন্নয়নের জন্য চীন তার পররাষ্ট্রনীতির লক্ষ্যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। চীন অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এটি একটি নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের প্রচার, সমতা, উন্মুক্ততা এবং সহযোগিতার উপর ভিত্তি করে বিশ্বব্যাপী অংশীদারিত্বকে গভীর ও সমপ্রসারণ করতে এবং অন্যান্য দেশের সঙ্গে স্বার্থের মিলনকে প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন তার নিজস্ব উন্নয়নের সঙ্গে বিশ্বের জন্য নতুন সুযোগ তৈরি করতে এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার জন্য অবদান রাখার চেষ্টা করছে, যা সমস্ত মানুষকে আরও বেশি সুবিধা প্রদান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host