যুক্তরাষ্ট্রের সেন্ট লুইজ হাই স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন হামলাকারী নিজেও। এছাড়া আহত হয়েছেন আরও সাত জন। দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে সোমবার এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হামলাকারী স্কুলটিতে প্রবেশ করেন। স্কুলের গেট বন্ধ থাকার পরেও হামলাকারী কীভাবে ভেতরে প্রবেশ করলো তা জানা যায়নি। হামলার মাঝামাঝি তার বন্দুক জ্যাম হয়ে যাওয়ার কারণে অনেকের জীবন বেঁচে যায়। এরপর পুলিশ এসে হামলাকারীকে থামায়।
জানা গেছে, হামলাকারী ১৯ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থী। পুলিশ এলে তিনি পুলিশের সঙ্গেও যুদ্ধ করেন। তবে পরে আহত অবস্থায় তার মৃত্যু হয়।এ সময় স্কুলে চার শতাধিক শিক্ষার্থী ছিল। তিনি কী কারণে স্কুলে হামলা করেছেন তা জানা যায়নি। হামলায় এক তরুণী স্কুলের মধ্যেই মারা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে তিন জন মেয়ে ও চার জন ছেলে। তারা সকলেই আশঙ্কামুক্ত আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।