কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার: মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে গ্রীন লাইন পরিবহনের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত।এঘটনায় শিশু ভ্যান চালকসহ নিহতের শিশু গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, বরিশাল থেকে ছেরে আসা গ্রীন লাইন পরিবহন ও টেকেরহাট থেকে রাজৈরের দিকে আসা ভ্যানকে চাপায় দেয় গ্রীন লাইন পরিবহন।
এঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।
নিহত গৃহবধূ লাকি বেগম (৪০) পৌর এলাকার আলমদস্তার মালয়শিয়া প্রবাসী ফরহাদ মোল্লায় স্ত্রী। বাকি আহত শিশু ভ্যান চালক শামীম শেখ (১৩) ও নিহতের ছেলে সাজিন মোল্লা(১৬) আহত অবস্থায় রাজৈর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৩ অক্টবার) সন্ধায় ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর পৌর এলাকার বৌলগ্রাম ব্রীজ সংলগ্ন এলাকায়।
বরিশাল থেকে ছেরে আসা গ্রীন লাইন পরিবহন ও টেকেরহাট থেকে রাজৈরের দিকে আসা ভ্যানকে চাপায় দেয় গ্রীন লাইন পরিবহন।
এঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই জুয়েল শেখ এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।