সাতক্ষীরা সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাছানুর ওরফে মান্দুলি। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, হাছানুর আজ ভোরে ভারতের ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের দুবলী সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পেটে লাগে। ভোর ৬টার দিকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের সুবেদার আবু তাহের জানান, মান্দুলি একজন মাদক চোরা কারবারি। অবৈধ পথে ভারতে ঢোকে। ভোরে বিএসএফের গুলিতে সে আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।