মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু: মাদারীপুরের রাজৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলমদস্তার গ্রামের রবিউল মোল্লার বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সঙ্গবদ্ধ ডাকাতেরা তার ছেলের গলায় চাকু ঠেকিয়ে ও তাদের হাত পা বেঁধে স্বর্ণালংকারসহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে এলাকাবাসী টের পেয়ে তাদের হাত-পা বাঁধা অবস্থা থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, গভীর রাতে ঘরের টিন খুলে ৭-৮ জনের ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে। রবিউল মোল্লা ও তার স্ত্রীকে বেঁধে তাদের সন্তানের গলায় চাকু ঠেকিয়ে ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে সকালে মাছ ধরতে এসে জেলেরা তাদের চিৎকারের শব্দ টের পেয়ে ঘরে প্রবেশ করে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। রবিউল মোল্লা উপজেলার আলমদস্তার গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।
মাছ ধরতে আসা রহিমুল্লাহ জানান, সকালবেলা মাছ ধরতে এসে হঠাৎ তাদের বাচ্চার কান্নার আওয়াজ শুনে এসে দেখি তাদেরকে বাধা রয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।

রাজৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহাউদ্দিন মোল্লা জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে এসে দেখি রবিউল মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানায়।
রাজৈর থানার এসআই ইখতিয়ার আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছি । এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি মোঃ আলমগীর হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ব্যাবস্থা নেওয়া হবে।