সনত চক্রবর্ত্তী ফরিদপুর থেকে: সৌদি আরবের রিয়াদের বাতাই এলাকায় রাজমিস্ত্রী কাজ করার সময় এক দুর্ঘটনায় সাকেন মোল্লা (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে রিয়াদের বাতাই এলাকায় কান্ডার কোম্পানিতে রাজমিস্ত্রী কাজ করার সময় ক্রেনের আঘাতে রাজমিস্ত্রীর ফোরম্যান সাকেন মোল্লা (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার ১৩মার্চ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার ) এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকেন মোল্লার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা নয়নি পাড়া গ্রামে।
নিহতের ছেলে আবদুল্লাহ, আমাদের সময় ডটকমকে বলেন,আমরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হতে পারিনি তিনি কীভাবে মারা গেছে, তবে বিশ্বস্ত সুত্রে জানতে পারি তিনি ক্রেনের আঘাতে মৃত্যু বরণ করেন।
সাকেনের মরদেহ বর্তমানে সৌদির হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে আবদুল্লাহ আরো বলেন, আমরা সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।যাতে লাশ দূতাবাসের মাধ্যমে আমরা দেশে এনে পারিবারিক কবর স্থানে মাটি দিতে পারি। এই জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের ছেলে ও পরিবারের সদস্যরা।
তবে এ বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।