মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এতো আঘাত পেয়েও ক্ষমতায় এসে প্রতিশোধ নিতে যাইনি: প্রধানমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৪:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা বারবার হামলার শিকার হয়েছে। পদে পদে আমরা আঘাতের শিকার হয়েছি। কিন্তু ক্ষমতায় এসে আমরা প্রতিশোধ নিতে যাইনি। কাউকে কারাগারে পাঠাইনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেসব মামলা হয়েছিল সেগুলোই চলছে।’

রোববার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্যগুলো একটু খেয়াল করেন: কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখেছিল, তখন খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আবার বলেছিল, শেখ হাসিনার ক্ষমতায় আসা তো দূরের কথা, বিরোধী দলও হতে পারবে না। কারণ, তাদের উদ্দেশ্যই ছিল আমাকে মেরে ফেলা।’
তিনি বলেন, ‘আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। সে জন্য বেঁচে গিয়েছিলাম। আজ ২০২২, প্রায় ১৮ বছর হয়ে গেল। যারা শরীরে স্প্লিন্টার নিয়ে আছে তাদের সীমাহীন দুর্ভোগ। যত বয়স বাড়ছে তাদের অবস্থা তত খারাপ হচ্ছে। আমি সাধ্যমতো করে যাচ্ছি। কিন্তু তারা যা হারিয়েছে তা তো আমরা দিতে পারব না। এই যে কষ্টগুলো নিয়ে মানুষ বেঁচে আছে, এগুলো কেউ চিন্তা করে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বারবার আঘাতের চেষ্টা করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‌‘গ্রেনেড হামলার ভয়াবহতা থেকে আমরা যারা সেদিন বেঁচে গেছি তাদের যেন নতুন করে জন্ম হয়েছে। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। যতক্ষণ নিশ্বাস আছে জনগণের কল্যাণে আমি দায়িত্ব পালন করে যাব।’

এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host