খুলনা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সিনেমা হলের সামনে বৃহস্পতিবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার উখড়া গ্রামের ভিক্ষুক খান জাহান আলী(৬০) আজ সকাল পৌনে ৯ টার দিকে শঙ্খ মহল সিনেমা হলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে চুকনগর গামী বালু ভর্তি একটি ট্রাক পিছন দিক থেকে খান জাহান আলীকে ধাক্কা দিয়ে পিষ্ট করে দেয় এবং ট্রাকটি পালিয়ে যায়। স্হানীয় লোকজন আহত জাহান আলীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান; নিহতের পরিবারের পক্ষ হতে কোন মামলা করতে আগ্রহী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে ঘাতক ট্রাকের কোন সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।